সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি চৌধুরী মোঃ সোহেল-এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নূরুল আলম সিদ্দিকি খালেদ,সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ, সাধারন সম্পাদক রাহাত চৌধুরী মুন্না এবং মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান।এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী সরকার তার অবৈধ শাসনকে প্রলম্বিত করতেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের উপর অব্যাহত ভাবে দমন-পীড়ন চালাচ্ছে । আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ছাত্রদল নেতা-কর্মীদেরকে নির্বিচারে গ্রেফতার করছে।
নেতৃদ্বয় বলেন, এভাবে গণহারে গ্রেফতার আর মামলা-হামলা করে ছাত্রদলকে নিষ্কিয় করা যাবে না। ছাত্রদল অতীতের মতই অন্যায়, অবিচার আর গণতন্ত্র পুনরুদ্ধারে বলিষ্ট ভূমিকা রেখে যাবে। নেতৃবৃন্দ অবিলম্বে জেলা ছাত্রদল সহসভাপতি চৌধুরী মোঃ সোহেল-এর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Leave a Reply
You must be logged in to post a comment.