গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউপি সদস্য যুবলীগ নেতা তারেক আহমদ বলেন, সোনার বাংলা গড়তে নতুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকে প্রস্তুত হতে হবে। দেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নতুন প্রজন্মকে গড়ে তোলার উপর নির্ভর করছে। তিনি সোমবার সকাল ১১টায় উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও তিনির পৃষ্টপোষকতায়
আয়োজিত সর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী আহমদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল হক, বিদ্যালয়ের সহ-সভাপতি আবুল লেইছ, প্রধান শিক্ষক জ্যোস্না রানী গুপ্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সেলিনা বেগম।
আয়োজিত সর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আলী আহমদের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুল হক, বিদ্যালয়ের সহ-সভাপতি আবুল লেইছ, প্রধান শিক্ষক জ্যোস্না রানী গুপ্ত। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সেলিনা বেগম।

উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন, ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আমান পাপ্পু, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুপালী রানী দাশ, সাহিদা বেগম, রাবিয়া বেগম, জান্নাত মাহবুবা, মৌসুমী বেগম প্রমুখ। এসময় পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৭জন কৃতি শিক্ষার্থীসহ প্রায় ৫০জনকে সংবর্ধনা প্রদান করা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.