আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও সিলেট ৫ আসনের সম্ভব্য সংসদ সদস্য প্রার্থী লায়ন ফয়সাল আহমদ রাজ বলেছেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন, দেশের উন্নয়ন হয়েছে,কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন হয়েছে। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। টানা দুই মেয়াদ ক্ষমতায় থাকাতেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে।
বাংলাদেশ আওয়ামী প্রযুক্তিলীগ কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ শাখা কৃতক আয়োজিত চলমান রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথা গুলো বলেন তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। নৌকায় ভোট দিয়ে কেউ কখনোই বঞ্চিত হয় না। আগামীতেও হবেন না। নৌকায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছেন, কথা বলার অধিকার পেয়েছেন এবং এখন উন্নয়শীল দেশ পেয়েছেন। আবার নৌকায় ভোট দিলে আরো উন্নত কানাইঘাট-জকিগঞ্জ পাবেন।সেখানে কোন সাধারন গ্রাম থাকবে না।নগরের সুযোগ সুবিধাসহ মডেল উপজেলার মতো হবে সিলেট ৫ আসন ।’
তিনি কানাইঘাট-জকিগঞ্জ এর জনগনের উদ্দেশ্যে বলেন-‘আমি জনগনের জন্য অতীতেও পাশে এসে দাড়িয়েছি,সামনের দিনেও থাকবো।
সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে লায়ন রাজ বলেন, বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আমাদের প্রবৃদ্ধি বর্তমানে ৭.৭৮ শতাংশ। দারিদ্র্যের হার ২২ শতাংশে নেমে এসেছে। বিদ্যুত উৎপাদন ক্ষমতা ১৮ হাজার ৮৫৩ মেগাওয়াট। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে ১৭৫২ ডলারে উন্নীত হয়েছে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করেছি। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। এ অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না। উন্নয়নের এ ধারাবাহিকতা ধরে রাখতে আমি সকলকে আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো-ইনশাআল্লাহ।এ সময় উপস্হিত ছিলেন যুবলীগ নেতা ফারুক আহমদ,সামাদুল করীম চৌধুরী লিটন , মামুনুর রশিদ মামুন, মিজানুর রাহমান রাহি, খালেদ আহমদ, সুয়াইব আহমদ সহ নেতৃবৃন্দ।

Leave a Reply
You must be logged in to post a comment.